Friday 7 May 2010

************কি করে পারি আমরা***************

দেখুন আমরা কি করছি প্রতি দিন





নীলফামারীতে শিক্ষিকার নির্যাতনের শিকার ছাত্রী হাসপাতালে
0%
গড় রেটিং:
রেটিং :
Bookmark and   Share
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অমানসিক নির্যাতনের শিকার নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিচার দাবি করেছেন ছাত্রীর অভিভাবক।
বিদ্যালয়ের পাশের দোকানে যাওয়ার অপরাধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাকে প্রথমে ১শ'বার পরে আরও ৩০ বার কান ধরে উঠ-বস করায়। এতে তার অস্বাভাবিক রক্তক্ষরণ হতে থাকে।
ফরিদপুরে কলেজছাত্রকে কুপিয়ে জখম
1.08%
গড় রেটিং:
রেটিং :
Bookmark and   Share
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শহরের গোয়ালচামট সিংপাড়ার রাজু সাহাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাজু তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে শহরের আলীপুর এলাকায় পেঁৗছলে ১০-১৫ সন্ত্রাসী তাকে জোর করে উঠিয়ে নিয়ে স্থানীয় কবিরবাগ কলেজিয়েট স্কুলের ভেতর নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়।
রেটিং দিন :


-------------------------------------------------------------------------------------------

আদাবরে ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধার
সমকাল প্রতিবেদক
রাজধানীর আদাবরের একটি বাস কাউন্টারের সামনে ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। এদিকে খিলগাঁও রেলগেট এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে এক অজ্ঞাত পরিচয় যুবককে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে তার মৃত্যু হয়। দুর্বৃত্তদের নির্যাতনে তিনি আহত হন।
পুলিশ জানায়, ১৫/২ মমতাজ ম্যানশনের নিচে একে ট্রাভেলসের কাউন্টারের.....





---------------------------------------------------------------------------------------


----------------------------------------------------------------------------------------------








জমজমাট 'সেক্স ট্রেড' এইডস ঝুঁকি বাড়ছে
প্রচ্ছদ : গুপু ত্রিবেদী
রাজধানীর চার শতাধিক আবাসিক হোটেল, অসংখ্য ফ্ল্যাট, রেস্ট হাউসে দেহ ও মাদক ব্যবসার সুযোগ করে দিয়ে মোটা অঙ্কের টাকা মাসোয়ারা তুলছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা
মাহবুব আলম লাবলু

জাতীয় এইডস কমিটির মতে, দেশে এইডস ভাইরাস বাহকের সংখ্যা সহস্রাধিক এবং এইডস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ শতাধিক। ঘাতক ব্যাধি এইডসে এ পর্যন্ত শতাধিক ব্যক্তি মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা সাড়ে সাত.....বিস্তারিত




----------------------------------------------------------------------------------
চরমপন্থিদের অভয়ারণ্য চলনবিল
শামীম হাসান মিলন, চলনবিল অঞ্চল ঘুরে
চলনবিল অঞ্চল এখন চরমপন্থিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত দুই দশকে পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া জেলার অধ্যুষিত সীমান্তবর্তী ১১টি উপজেলায় চরমপন্থিদের হাতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আমলা ও কৃষকসহ ২৫০ জন নিহত হয়েছে। এছাড়া হত্যা, থানা ও পুলিশের অস্ত্র লুট, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জায়গা দখল, জোরপূর্বক ধান কাটাসহ সন্ত্রাসী তৎপরতায় এ অঞ্চলের প্রায় ১০ লক্ষাধিক মানুষ এখন চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।
বিভিন্ন সময়ে র‌্যাব-পুলিশ ও অন্যান্য প্রশাসনের অভিযানে সাধারণ চরমপন্থিরা গ্রেফতার হলেও মূল চরমপন্থি ও.....

বিস্তারিত

-----------------------------------------------------------------------------------------
রহস্যের জট খুলছে না
প্রেমিককে না পাওয়ার কষ্টে জুঁইয়ের আত্মহনন?
সাহাদাত হোসেন পরশ
'তাই বলি তোমাদের একমাত্র মৃত্যুই সুন্দর
চাঁদের মতোন আত্মা আমার মেলে দিতে পারি
আজ অনন্ত মৃত্যু সম্ভাষণে'
কবি আবুল হাসানের এ পঙ্ক্তি কি পড়েছিল ধানমণ্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ও-লেভেলের ছাত্রী সুমাইয়া ইসলাম জুঁই? প্রেমিককে না পাওয়ার কষ্ট ও পারিবারিক অশান্তি থেকে মুক্তির পথ মনে হয়েছিল স্বেচ্ছা মৃত্যু? এখনই এ প্রশ্নের নিশ্চিত উত্তর মেলানো কঠিন। তবে বাস্তবতা এই ফুলের.....বিস্তারিত


------------------------------------------------------------------------------------------
বিকাশের তিন সহযোগী গ্রেফতার
র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া বিকাশ বাহিনীর তিন সদস্য । সমকাল
সমকাল প্রতিবেদক
রাজধানীর ডেমরা থেকে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড নওশের আহমেদ নোমানকে তার ঘনিষ্ঠ সহযোগীসহ গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও খুনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত ২৫ জানুয়ারি ধানমণ্ডির জুনিয়র ল্যাবরেটরি স্কুলের সামনে সন্ত্রাসীদের গুলিতে এনায়েত হোসেন পাইলট নামে এক ব্যক্তি খুন হন। ওই ঘটনার তদন্তে নামে র‌্যাব। তদন্তকালে র‌্যাব জানতে পারে মিরপুরের সন্ত্রাসী লিটুর.....বিস্তারিত

--------------------------------------------------------------------------------------------
গুলশানে স্কুলছাত্রের আত্মহত্যা
সমকাল প্রতিবেদক
'আমি বাবা-মার কাছে চলে গেলাম। আমি আর তোমাদের বিরক্ত করব না। বাবা-মার কাছে গিয়ে আমি শান্তিতে থাকতে চাই।' আত্মহত্যার আগে চিরকুটে এ কথা লিখে গেছে ধানমণ্ডির সানিডেইল স্কুলের নবম শ্রেণীর ছাত্র মফিজুল করিম নাহিন (১৫)। চার বছর আগে এক সড়ক দুর্ঘটনায় সে বাবা এমএ বাসেদ ও মা মাহফুজা বেগমকে হারায়। ১১ বছরের শিশু নাহিন এ মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারেনি। এ ঘটনার পর থেকেই সে নিষ্প্রাণ হয়ে যেতে থাকে। বাবা-মায়ের কথা মনে করে সে প্রায়ই কাঁদত, বিষণ্ন হয়ে থাকত সারাবেলা। এই যন্ত্রণার.....বিস্তারিত



---------------------------------------------------------------------------------------
আ'লীগও বিএনপির প্রহসনের আন্দোলন দেখতে চায় : মতিয়া চৌধুরী
সমকাল প্রতিবেদক
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিরোধী দলের আন্দোলনকে 'প্রহসনের আন্দোলন' উল্লেখ করে বলেছেন, বিরোধী দল আন্দোলনের হুমকি দেয়। আওয়ামী লীগও দেখতে চায় কেমন আন্দোলন তারা করে। জনগণ ইতিমধ্যেই তাদের গণসমর্থনবিহীন আন্দোলনের নমুনা দেখেছে। বেগম মতিয়া চৌধুরী গতকাল বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে যুবলীগ আয়োজিত ৭ মে মাতৃভূমিতে শেখ হাসিনার সাহসী প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, মুখে আন্দোলনের কথা বললেও বিএনপি নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দিয়ে তিন ভাগের এক ভাগ পথ না গিয়েই.....বিস্তারিত




-----------
নিয়ন্ত্রণে থাকুক হাঁপানি
৪ মে 'বিশ্ব অ্যাজমা দিবস'। এবারের প্রতিপাদ্য 'আপনিই পারেন আপনার অ্যাজমা বা হাঁপানি নিয়ন্ত্রণ করতে'। এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ অ্যাজমা বা হাঁপানিতে ভুগছে। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম মোস্তফা হোসেন রোগ সচেতনতা গড়ে তুলতে অ্যাজমার রোগের বিভিন্ন দিক তুলে ধরেন।
অ্যালার্জি ও অ্যাজমা যেন এক মায়ের দুই সন্তান। অ্যালার্জি সৃষ্টিকারী অ্যালার্জনগুলো হলো_ ফুলের রেণু, ঘরের ও পুরনো ফাইলের ধুলা, কোনো কোনো ফলমূল-শাকসবজি-খাদ্যদ্রব্য, দূষিত বাতাস ও ধোঁয়া, বিভিন্ন ধরনের ময়লা, কাঁচা রঙের গন্ধ, ঘরের চুনকাম।.....বিস্তারিত



----------------------------------------------------------------------------------------
থ্যালাসেমিয়া প্রতিরোধে করণীয়
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দেওয়া হচ্ছে নেূরে আলম
থ্যালাসেমিয়া এক ধরনের রক্তের অসুখ। জন্মগতভাবে এটি দেখা দেয়। বাবা ও মা দু'জনই থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হতে পারে। কোনো একজন পুরোপুরি সুস্থ থাকলে সন্তানের এ রোগ দেখা দেয় না। পুরোপুরি প্রতিরোধযোগ্য এ রোগ নিয়ন্ত্রণে প্রয়োজন শুধুই সচেতনতা। আগামী ৮ মে পালন করা হবে 'বিশ্ব থ্যালাসেমিয়া দিবস'। থ্যালাসেমিয়া সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মঞ্জু মোরশেদ বলেন, থ্যালাসেমিয়া বিটা বা বি সাধারণত তিন ধরনের.....বিস্তারিত
--------------------------------------------------------------------
আমার মা
লেখা ও ছবি : তাসনুবা নুসরাত ন্যান্সী
ফড়িং বন্ধুরা, তোমাদের মতো আমার মাও খুব লক্ষ্মী। গৃহিণী মা'টা কত্তো আদরই না করেন আমাদের। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে মা কী যে খুশি হন! অসুস্থ হলে সারারাত জেগে থাকেন। আমাদের নিয়ে তার অনেক স্বপ্ন, অনেক আশা।
আমিও মনে মনে মাকে বলি, ওমা, বড় হয়ে তোমার আশা পূরণ করবোই।
[বয়স : ৩+৩+৩ বছর; চতুর্থ শ্রেণী, জছির উদ্দিন শিশু নিকেতন, তুষভাণ্ডার,.....বিস্তারিত


----------------------------------------------------------------------------------
ভূমিকম্পের সতর্কতায় কুনোব্যাঙ
ভূমিকম্পের আগে বায়ুমণ্ডলে র‌্যাডন গ্যাসের উপস্থিতি টের পায় ব্যাঙ। আর এ থেকেই তারা ভূমিকম্পের সংকেত পায় বলে বিজ্ঞানীরা মনে করছেন
সিরাজুল ইসলাম

প্রাণিকুলের জন্য ভূমিকম্প খুবই ভয়ানক। কোনো কিছু বুঝে ওঠার আগেই লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এলাকা। ঘটে প্রাণহানি। তছনছ হয়ে যায় সাজানো সংসার। দেখা দেয় মানবিক বিপর্যয়। দিন দিন বেড়েই চলেছে ভূমিকম্পের সংখ্যা। বাড়ছে এর মাত্রাও। সম্প্রতি চীনের কিনঘাই প্রদেশে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাণ হারায় হাজারো লোক। ধ্বংস হয়ে যায় ঘরবাড়ি, স্কুল-কলেজসহ নানা প্রতিষ্ঠান। এক কথায় জানমালের ব্যাপক ক্ষতি হয়। মানুষ যদি আগেই ভূমিকম্পের.....বিস্তারিত

----------------------------------------------------------------------------------------
অ্যাথলেটিক্সে শফিকুল-আখিরুনের অনন্য কীর্তি
হ ক্রীড়া প্রতিবেদক
শফিকুল ইসলাম ও আখিরুন নেসা উভয়েরই পরিচয় অ্যাথলেট। বর্ণাঢ্য ক্যারিয়ারে টানা সাফল্যের বিষয়েও অদ্ভুত মিল তাদের। মিল যেমন আছে, তেমনই প্রথম জনের সঙ্গে আখিরুনের অমিলও অনেক। শফিকুল ইসলাম ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন। নিজ ইভেন্টে ১৩ বছর ধরে অপ্রতিরোধ্য তিনি। আর আখিরুন গড়ছেন একাধিক ডিসিপিল্গনে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করে অনন্য এক নজির। অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি দলের হয়ে এ অঞ্চলের সর্বোচ্চ.....বিস্তারিত

-------------------------------------------------------------------------------------
বাগমারার কলেজছাত্র রাজু হত্যা
৩০ হাজার টাকা চুক্তিতে হত্যা করে দুই খুনি
0%
গড় রেটিং:
রেটিং :
Bookmark and Share
রাজশাহী ব্যুরো
বাগমারার কলেজছাত্র রাজুকে ৩০ হাজার টাকা চুক্তিতে হত্যা করে দুই ভাড়াটিয়া খুনি। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেফতার সাজ্জাদ হোসেন ও রিংকু এ তথ্য জানায়। মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করার পর গত বৃহস্পতিবার তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, বাগমারায় সন্ত্রাসীদের হুমকিতে পালিয়ে নগরীতে আত্মগোপন করে ছিল কলেজছাত্র রাজু। গত ১৫ মার্চ নিউ মার্কেট এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে রাজুকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাজুর পিতা এসার আলী ১৪ জনকে আসামি করে থানায় মামলা করেন। বাগমারা থানা পুলিশ আবদুস সাত্তার, আলতাব হোসেন, হানিফ ও মিজানকে গ্রেফতার করে। বোয়ালিয়া থানা পুলিশ সাজ্জাদ ও রিংকুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সাজ্জাদ ও রিংকু স্বীকার করেছে বাগমারা থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামিদের সঙ্গে ৩০ হাজার টাকা চুক্তিতে তারা রাজুকে হত্যা করে। সাখাওয়াত হোসেন বল্টু তাদের ভাড়া করেছিল।
রেটিং দিন :
----------------------------------------------------------------------------------
বিশেষ উপায়ে পাকানো কাঁচা আমে বাজার সয়লাব
সোমা দেব
দাম বেশি পেতে মৌসুম শুরুর আগেই ব্যবসায়ীরা বিক্রি শুরু করেছে রাসায়নিক দ্রব্য মেশানো পাকা আম। রঙ দেখে পাকা মনে হলেও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে কাঁচা আম পাকিয়ে বাজারজাত করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজারে দেদার বিক্রি হচ্ছে এসব আম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিক দ্রব্য মেশানো এসব আম খেয়ে মানুষের শরীরে দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তারা বলছেন, শুধু আইন করে এটা বন্ধ করা যাবে না। এজন্য ক্রেতা ও.....বিস্তারিত

------------------------------------------------------------------------------











No comments:

Post a Comment